নারায়ণগঞ্জে টেক্সটাইল মিলে আগুন, মেশিনারিজসহ মালামাল পুড়ে ছাই

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন বাজার এলাকার শামিয়া টেক্সটাইল মিল নামের একটি রপ্তানিমুখী প্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে মেশিনারিজসহ সম্পূর্ণ মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করেছেন কারখানার মালিকপক্ষ। রোবরার সকাল পৌনে ৮ টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কাঞ্চন বাজার এলাকার আব্দুল হকের মালিকানাধীন শামিয়া টেক্সটাইল মিলটি ভাড়া নিয়ে ব্যবসা পরিচালনা করে আসছিলেন খোকন ভুইয়া নামের আরেক ব্যবসায়ী। রোববার সকাল ৮ টার দিকে হঠাৎ করে শামিয়া টেক্সটাইল মিলের ভিতরে আগুন লেগে যায়। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। আগুন প্রায় ৩০ ফুট থেকে ৪০ ফুট উচুঁতে উঠে যায়। স্থানীয় এলাকাবাসীর সহযোগীতায় কাঞ্চন ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষনে কারখানার ভিতরে থাকা মেশিনারীজ, সুতা, কাপড়সহ সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে করে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করেন কারখানার মালিক খোকন ভুইয়া ।
কাঞ্চন ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত সিনিয়র ষ্টেশন অফিসার আব্দুল মান্নান বলেন, আপাতত ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হতে পারে। এছাড়া সময়মত আগুন নিয়ন্ত্রন করতে না পারলে আশ-পাশে আগুন ছড়িয়ে আরো বড় ধরনের ক্ষয়ক্ষতি হতো।