ঢাকা রবিবার, ১১ই মে ২০২৫, ২৯শে বৈশাখ ১৪৩২


আড়াইহাজারে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকারসহ টাকা লুট


৬ মে ২০১৯ ০৭:১০

নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক কুয়েত প্রবাসীর বাড়িতে দুধুর্ষ ডাকাতি হয়েছে। শনিবার রাত দুইটার দিকে আড়াইহাজার উপজেলার সাতগ্রাম ইউনিয়নের কপালিয়ারটেক গ্রামের কুয়েত প্রবাসী শামসুল হকের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত পরিবারের বরাত দিয়ে সাতগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান অদুদ মাহমুদ জানায়, শনিবার রাত আড়াইটার দিকে ৭-৮ জনের মুখোশধারী সশস্ত্র ডাকাতদল পুরিন্দা পশ্চিমপাড়া গ্রামের কপালিয়ারটেক গ্রামের বাড়ির কেচি গেইটের তালা কেটে ঘরে প্রবেশ করে। আগ্নেয়াস্ত্রের মুখে পরিবারের লোকজনকে জিম্মি করে নগদ ৮ হাজার টাকা দেড় ভরি স্বর্ণালঙ্কার, দুইটি দামী মোবাইল সেট ও অন্যান্য মূল্যবান আসবাবপত্রসহ অন্তত দুই লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। পরে তারা চিৎকার করলে আশপাশের লোকজন ঘটনাস্থলে আসে। ডাকাতদের প্রত্যেকেই মুখোশ পড়া ছিল। তাদের বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে হবে বলে ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন ধারনা করছেন।

আড়াইহাজার থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম জানান, এ ব্যপারে কেউ অভিযোগ করেনি।