ঢাকা রবিবার, ১১ই মে ২০২৫, ২৯শে বৈশাখ ১৪৩২


টাঙ্গাইলে ৮ কেজি গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার


৬ মে ২০১৯ ০৪:২৩

নতুন সময়

টাঙ্গাইলের সখীপুরে আট কেজি গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শনিবার গভীর রাতে উপজেলার পাথার চৌরাস্তা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোসলেম উদ্দিন ভুইয়া ব্রাক্ষ্মনবাড়ীর কসবা উপজেলার ধজনগর দক্ষিন পাড়া এলাকার মৃত আব্দুল মজিদ ভুইয়ার ছেলে।

রোববার দুপুরে টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বলেন, পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পাথার চৌরাস্তা বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় অভিনব কায়দায় নীল রংয়ের ট্রাভেলিং ব্যাগের ভিতর থেকে কস্টেপ দিয়ে মোড়ানো ৮ কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী উদ্দিন ভুইয়াকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মোসলেম গাজীপুরের টঙ্গীতে বাসা ভাড়া করে অভিনব কৌশল অবলম্বন করে ময়মনসিংহ, গাজীপুর, টাঙ্গাইল জেলার সীমান্তবর্তী এলাকায় বাক্ষ্মনবাড়ীয়া থেকে গাঁজা এনে বিক্রি করতেছিল।

তিনি আরো বলেন, গ্রেফতারকৃত মোসলেম উদ্দিন ভুইয়া দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করে আসছিল। এ ব্যাপারে থানায় মামলা দায়েরর প্রস্তুতি চলছে। তাকে ৭ দিনের রিমান্ড চেয়ে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।


নতুনসময়/এমএইচ/এসআই