ঢাকা রবিবার, ১১ই মে ২০২৫, ২৯শে বৈশাখ ১৪৩২


পাওনা টাকা নিয়ে শালা-দুলাভাইয়ের সংঘর্ষে আহত ২৫


৬ মে ২০১৯ ০৪:১০

নেত্রকোনার কেন্দুয়ায় পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে শালা ও দুলাভাইয়ের মধ্যে বিরোধের জেরে সংঘর্ষে ২৫ জন আহত হয়েছেন। রবিবার দুপুরে উপজেলার চিরাং ইউনিয়নের বাট্টা চংনওগাও গ্রামের আব্দুস সাত্তার ও শ্যালক ইমন মিয়ার সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে গুরুতর আহত আজিজুল, আব্দুর রাজ্জাক, আব্দুল হাই, পাঞ্জু মিয়া, আফাই মিয়া, জানু মিয়া ও আরশ মিয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

অন্যান্য আহতদের মধ্যে বাবুল মিয়া, মোকালিস মিয়া, আনিসুর রহমান, মজিদা আক্তারকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বাকীরা কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পার্শ্ববর্তী কিশোরগঞ্জের তারাইল উপজেলা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে আব্দুস সাত্তার ও একই গ্রামের শ্যালক ইমন মিয়ার মধ্যে টাকা পয়সা নিয়ে বিরোধ চলে আসছিল। রবিবার বিষয়টি নিস্পত্তির জন্য আলোচনা চলার এক পর্যায়ে বেলা ২টার দিকে শালা-দুলাভাইর মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে কিছুক্ষণের মধ্যেই উভয়পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে করে নারীসহ অন্তত ২৫ জন আহত হন।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার কেন্দুয়া সার্কেল মাহমুদুল হাসান, ওসি ইমারত হোসেন গাজীসহ অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে কেন্দুয়া থানার ওসি ইমারত হোসেন গাজী জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন আছে। তবে কত টাকা পাওনা ছিলো এই বিষয়টি নিশ্চিত করতে পারেনি পুলিশ।

নতুনসময়/এনএইচ