চাকরি জাতীয় করণের দাবিতে গ্রাম পুলিশদের বিক্ষোভ

চাকরি জাতীয়করণের দাবিতে নাটোরের বাগাতিপাড়ায় বিক্ষোভ সমাবেশ করেছে গ্রাম পুলিশরা।
রোববার দুপুরে বাগাতিপাড়া সদর ইউনিয়ন পরিষদ চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করে তারা। মিছিলটি উপজেলা শহরের বিভিন্ন এলাকা ঘুরে পূনরায় ইউপি কার্যালয়ে গিয়ে শেষ হয়।
পরে সেখানে এক সমাবেশে বক্তারা সারাদেশে ইউনিয়ন পরিষদের অধীনে কর্মরত গ্রাম পুলিশদের চাকরি জাতীয়করণ করে চতুর্থ শ্রেণির কর্মচারির মর্যাদা সহ বিদ্যমান সুযোগ সুবিধার দাবি জানান।
এসময় বক্তব্য রাখেন গ্রাম পুলিশ এসোসিয়েশনের উপদেষ্টা জুলফিকার হায়দার জোসেফ ও থানা সভাপতি মুক্তার হোসেন।
নতুনসময়/আরএ/এসআই