মিনিবাসের ধাক্কায় মটরসাইকেল আরোহী নিহত

রাজধানীর বিমানবন্দর এলাকায় মিনিবাসের ধাক্কায় মটরসাইকেল আরোহী এক গ্রামিন ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। তার নাম মোজাম্মেল হক খাঁন (৪৮)। বাসটিকে আটক করেছে পুলিশ, তবে চালক পলাতক রয়েছেন। রবিবার (৫মে) সকাল ১১ টায় ঘটনাটি ঘটে।
মটরসাইকেল আরোহীকে আহত অবস্হায় উদ্ধার করে বেলা দেরটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
নিহতের সহকর্মি আনিসুর রহমান জানান, বিমান বন্দর থানাধীন পদ্মা ওয়েল এর সামনে মটরসাইকেল চালিয়ে আসার পথে পিছন থেকে মিনিবাস ধাক্কা দিলে গুরুত্বর আহত হলে প্রথমে তাকে উত্তরা উইমেন হাসপাতালে নেওয়া হয় পরে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।
গত বৃহস্পতিবারে হেলমেট ছাড়া মটরসাইকেল চালালে উওরায় একটি মামলা হয়। তারই পেপার্স আনার জন্য উওরায় গিয়েছিলেন সেখান থেকে ফেরার পথে ঘটনাটি ঘটে।
সত্যতা নিশ্চিত করে বিমান বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ শরিফ হোসেন জানান, বাসটিকে আটক করা হয়েছে, চালক পলাতক রয়েছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেকমর্গে রাখা হয়েছে।
মৃত মোজাম্মেল ঢাকার ধামরাই বাথুলী গ্রামের মৃত তাইজুদ্দিন সরদারের ছেলে। তিন ছেলের জনক। পেশায় তিনি নারায়নগন্জের রূপগঞ্জ শাখার গ্রামীণ ব্যাংকের সেকেন্ড অফিসার হিসাবে কর্মরত ছিলেন।