গাজীপুরে ব্রিজের মুখ দখল বাড়ী নির্মান, জলাবদ্ধতায় বোরো ধানের ক্ষতি

গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের মনিপুর এলাকায় অপরিকল্পিত ভাবে ব্রিজের মুখ দখল করে বসতবাড়ী প্রাচীর নির্মানের অভিযোগ পাওয়া গেছে।
এলাকার প্রভাবশালী মহলের যোগসাজশে ব্রিজের মুখ ভরাট করে স্থাপনা নির্মানের ফলে উজানে বসতবাড়ি ও ফসলি জমিতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা, রাস্তায় দেখা দিয়েছে ভাঙ্গন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)‘র অধিনে ব্রিজ নির্মাণ করা হয়েছে । যাতে বর্ষার সময়ে সড়কের দুপাশের পানির নিষ্কাশন ব্যবস্থা ঠিক থাকে। সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মনিপুর মধ্যপাড়া গ্রামে ব্রীজের মুখ দখলে নিয়ে বিভিন্ন স্থাপনা নির্মানের চিত্র দেখা গেছে। নাম মাত্র এসব ব্রীজের মুখে পানি নিষ্কাশনের জায়গা রেখে বাকীটা দখলে নিয়েছে স্থানীয় প্রভাবশালী পুলিশের উপ-পরিদর্শক তোফাজ্জল হোসেন,ইসমাইল ও আলাল সিকদার। বৃষ্টি ও উজানের পানি নিষ্কাশনের জায়গা সংকুলন না হওয়ায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। কোন কোন রাস্তায় ভাঙ্গন দেখা দিয়েছে। যার ফলে ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারন জনগনের।
এলাকাবাসী এ জলাবদ্ধতা নিরসনে যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছে।