ভোলায় সড়ক দুর্ঘটনায় নিহত-৩

ভোলার চরফ্যাশন সড়কে ট্রাক উল্টে চালক ও হেলপারসহ তিনজন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও ২ জন।
নিহতরা হলেন- চালক আবু জাহের (২৫), হেলপার আনোয়ার হোসেন (১৫), যাত্রী জাহিদুল ইসলাম শাকিব (১৫) নিহত হয়েছেন। আহত হয়েছেন আনোয়ার (১৫), সোহেল (১৫)।
আজ শনিবার সন্ধ্যায় চরফ্যাশনের চরমাদ্রাজ ইউনিয়নের চর নিউটনের সোবহান মাঝির বাড়ি সংলগ্ন বেড়িবাঁধে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত আবু জাহের নীলফামারী জেলার ডিমলা থানার ডালিয়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। আনোয়ার চরফ্যাশন উপজেলার চর নিউটন গ্রামের মৃত দুলালের ছেলে এবং জাহিদুল ইসলাম শাকিব চরমদ্রাজ গ্রামের ইউছুফ আলীর ছেলে।
চর নিউটন থেকে হামিদপুর যাওয়ার পথে ট্রাক উল্টে পড়ে ঘটনাস্থলে দুইজন এবং হাসপাতালে নেয়া হলে একজন মারা যান বলে জানিয়েছেন চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ সামসুল আরেফিন।’
নতুনসময়/আল-এম