দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল শুরু

ঘূর্ণিঝড় ফণীর সর্তকতায় দুর্ঘটনা এড়াতে প্রায় ২৬ ঘণ্টা বন্ধ থাকা ২১ জেলার গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে আবারও ফেরি চলাচল শুরু হয়েছে।
শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে ফেরি চলাচল শুরু হয়। তবে প্রাথমিকভাবে সীমিত আকারে ছোট ফেরিগুলো চালানো হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এর আগে শুক্রবার দুপুর ২টার দিকে নিরাপত্তা জনিত কারণে এ রুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) রুহুল আমিন বলেন, আবহাওয়া কিছুটা স্বাভাবিক হওয়ায় বিকেলে সাড়ে ৩টার দিকে সীমিত আকারে ছোট আকারের ফেরি চলাচল শুরু করা হয়েছে। সবকিছু প্রাকৃতিক পরিবেশের ওপর নির্ভর করছে।
নদী পারের অপেক্ষায় যেসব যানবাহন সারিবদ্ধ রয়েছে, ফেরি চলাচলে ব্যাহত না হলে দ্রুত সে চাপ কমে যাবে। আবহাওয়া স্বাভাবিক হলে লঞ্চ চলাচল শুরু হবে বলেও জানান তিনি।
নতুনসময়/আল-এম