ভোলায় ফণী'র তান্ডবে নিহত ১

ভোলায় সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। ঘূর্ণিঝর ফনী তান্ডবে ঘরচাপা পড়ে রানী বেগম (৫০) নামে একজন নিহত হয়েছেন। শনিবার (৪ মে) ভোর রাত্রে এ ঘটনা ঘটে।
নিহত রানী বেগম ওই এলাকার সামসুল হকের স্ত্রী দক্ষিণ দিঘলদী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
স্থানীয়রা জানায়, ভোর রাত্রে ভারী বর্ষণের সাথে প্রবল বেগে ঘুর্ণিঝড় ফণী'র তান্ডব শুরু হয়। এতে দক্ষিণ দিঘলদী ইউনিয়নের বালিয়া ও কোড়ালিয়া গ্রামের শতাধিক ঘড়বাড়ি বিধ্বস্ত হয়।
এছাড়াও ভোলার তজুমদ্দিনের চর মোজাম্মেল, চর জহির উদ্দিন, মনপুরার চর নিজাম, চরফ্যাশনের ঢাল চর, কুকরী-মুকরী, চর পাতিলাসহ কয়েটি চরে ঘর-বাড়ি ও গাছের ডাল ভেঙে পড়ে প্রায় ২০ জনের মত আহত হয়েছেন।
নতুনসময়/এমআর/এসআই