ঢাকা শনিবার, ১০ই মে ২০২৫, ২৭শে বৈশাখ ১৪৩২


ধামরাইয়ে পিকআপ ভ্যান উল্টে নিহত ২


৪ মে ২০১৯ ২২:০৭

ধামরাইয়ের কসমস নামক এলকায় পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগলে ঘটনাস্থলে ব্যাংক কর্মকর্তাসহ দুইজন নিহত হয়েছে।

শনিবার (৪ মে) সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মানিকগঞ্জ সদরের আলীনগর গ্রামের জনাব আলীর ছেলে মিঠু (৩৫) ও কুষ্টিয়া জেলার ভেড়ামাড়া উপজেলার বাসিন্দা তৌহিদুল ইসলাম তুষার (২৭)।

পুলিশ জানায়, সকালে নবীনগর থেকে মানিকগঞ্জ যাচ্ছিলো পিকআপ ভ্যানটি। ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের কসমস এলাকায় পৌঁছার পর পিকআপভ্যানটি সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে খাদে পড়ে গেলে ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়। পরে স্থানীয়ারা পুলিশকে খবর দেয়।

নতুনসময়/আইকে