ঢাকা শনিবার, ১০ই মে ২০২৫, ২৭শে বৈশাখ ১৪৩২


ফণী'র আঘাতে বিধ্বস্ত নোয়াখালীতে শিশুর মৃত্যু, আহত ৩০


৪ মে ২০১৯ ২০:০০

নোয়াখালীর সদর ও সুবর্ণচর উপজেলায় ঘূর্ণিঝড় ফণীর আঘাতে এক শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত ৩০ জন। শুক্রবার মধ্যরাতে ঘূর্ণিঝড়ে নোয়াখালীর ২ শতাধিক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে।

নোয়াখালীর সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট সিদ্দিকুর রহমান সাবু জানান, ধর্মপুরের পূর্ব শুল্লোকিয়া গ্রাম ও চর দরবেশ গ্রামে অন্তত শতাধিক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে এবং আহত হয়েছে বেশ কয়েকজন।

সুবর্ণচর উপজেলার নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াদুদ জানান, গতকাল মধ্যরাতে সুবর্ণচর উপজেলার চর ওয়াপদা ইউনিয়ন ও চর জব্বর ইউনিয়নে ১২০ থেকে ১৩০টির ঘর বিধ্বস্ত হয়েছে এবং অনেক গাছপালা উপড়ে গেছে। এসময় ঘরচাপায় একশিশু নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ২৫ জন। প্রশাসনের পক্ষ থেকে সার্বিক খোঁজখবর নেয়া হচ্ছে এবং ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ শুরু করা হয়েছে।

নতুনসময়/এনএইচ