ফণীর প্রভাবে সাগরে ট্রলারডুবি- নিখোঁজ ১০

ঘূর্ণিঝড় ফণীর উত্তালে বঙ্গোপসাগরে ১০ জেলেসহ একটি ট্রলার ডুবে গেছে। তাদের উদ্ধারে অভিযান চলছে।
আজ বৃহস্পতিবার (২ মে) দুপুরে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সোনারচরসংলগ্ন গভীর দক্ষিণ বঙ্গোপসাগরে এ ঘটনা ঘটে।
এবিষয়ে চরমোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সুদেব হাওলাদার বলেন, ট্রলারডুবির ঘটনা শুনেছি। আমরা ঘটনাস্থলে যাচ্ছি।
জানা যায়, ১০ জন জেলে ফনির সর্তক সংকেত ও নির্দেশনা উপেক্ষা করে সকালে জামাল ফিশিং নামের একটি ট্রলার গভীর সমুদ্রে যায়। দুপুরে ট্রলারটি ডুবে যাওয়ার সংবাদ আসে।
আবহাওয়া অধিদপ্তরের দেওয়া তথ্যে বলা হয়, ফণী বৃহস্পতিবার সকাল ৯টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৬৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৯শ ১৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৯২৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।
আগামীকাল শুক্রবার সকাল নাগাদ খুলনা ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় ‘ফণী’-এর অগ্রবর্তী অংশে প্রভাব শুরু হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
নতুনসময়/আল-এম