ঢাকা শনিবার, ১০ই মে ২০২৫, ২৭শে বৈশাখ ১৪৩২


রামপালে ট্রাকের ধাক্কায় নিহত-৩


৩ মে ২০১৯ ০০:০৮

ফাইল ছবি

বাগেরহাটের রামপালে পণ্যবাহী ট্রাকের ধাক্কায় মাহেন্দ্র চালকসহ তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে খুলনা-মংলা মহাসড়কের রামপাল উপজেলার মালিডাঙা চেয়ারম্যানের মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহতদের মধ্যে দুজনের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। তারা হলেন সোহাগ (৩৫) এবং সঞ্জিত মন্ডল (৫০)। তাদের বাড়ি মংলা উপজেলার চিলা গাববুনিয়া ও মাকড়ডোন এলাকায়। নিহত অন্যজনের নামপরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।

বাগেরহাটের কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, সকালে রামপাল উপজেলার অভ্যন্তরীণ একটি সড়ক দিয়ে যাত্রীবাহী মাহেন্দ্র খুলনা-মংলা মহাসড়কে উঠছিল। এ সময় মংলাগামী একটি পণ্যবাহী ট্রাক মাহেন্দ্রটিকে ধাক্কা দিলে সেটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মাহেন্দ্র চালকসহ তিনজন নিহত হন। পরে নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

নতুনসময়/আল-এম