নড়াইলে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত

নড়াইলে পিকআপভ্যান চাপায় সমির বিশ্বাস (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন রিপন গোলদার নামে আরও এক আরোহী।
আজ মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুর ২টার দিকে কালনা-যশোর সড়কে কচুবাড়িয়া এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত সমিরের বাড়ি নড়াইল সদর উপজেলা মাইজপাড়া ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামে ও আহত রিপনের বাড়ি একই উপজেলার বামন হাট গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, সমির ও রিপন মোটরসাইকেলে করে লোহাগড়া যাচ্ছিলেন। পথে কচুবাড়িয়া এলাকায় পৌঁছালে সামনে থেকে আসা যশোরগামী একটি পিকআপভ্যান তাদের মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই সমিরের মৃত্যু হয়। গুরুতর আহত হন রিপন।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রবীর বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে বলেন, আহত রিপন নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘাতক পিকআপভ্যানটিকে আটকের চেষ্টা চলছে।
নতুনসময়/এসআই