বরগুনায় আন্ত:জেলা ইজিবাইক চোরাই চক্রের তিন সদস্য আটক

বরগুনায় আন্তঃজেলা চোরাই চক্রের তিন সক্রিয় সদস্যকে আটক করেছে পুলিশ। বরগুনা সদর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদেরকে আটক করা হয়।
আটকৃতরা হলেন, মো: আল আমিন (২৭), বাদশা (৪৫) ও সবুজ (৩১)। এদের বাড়ি বরগুনা সদর উপজেলার ভিবিন্ন এলাকায়।
সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবির হোসেন মাহমুদ জানান, বরগুনায় সদরে ইজিবাইক চুরির একটি সক্রিয় চক্র কাজ করছে এমন তথ্যে পুলিশ সদরের বিভিন্ন এলাকায় অভিযান চালায়।
রবিবার রাতভর অভিযান চালিয়ে ওই তিনজনকে আটক করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি চোরাই বাইক উদ্ধার করা হয়। আককৃতদের বিরুদ্ধে বরগুনা থানায় মামলা রুজু করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
নতুনসময়/এসআই/এসআই