সিংড়ায় ভূমিহীন ৪ টি পরিবার হলো বাস্তুহারা

নাটোরের সিংড়ায় ৭০ বছরের আদি বসতভিটা হারিয়ে বাস্তুহারা হলো ৪ টি ভূমিহীন পরিবার।
ঐসব পরিবারকে পুনর্বাসন না করে উচ্ছেদ করায় ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয়রা।কলম ইউনিয়ন ভূমি অফিস নির্মান করা হবে মর্মে কয়েকবার নোটিশ প্রদান করে এসব পরিবারকে উচ্ছেদ করা হয়েছে বলে জানা যায়।
সরেজমিনে গিয়ে দেখা যায় ঐ সব পরিবার নিদারুন কষ্টে দিনাতিপাত করছে। বসতভিটা হারিয়ে তারা দিশেহারা, এমতাবস্থায় জেলা প্রশাসন ও স্থানীয় সংসদ সদস্যের সুদৃষ্টি কামনা করেছেন ঐসব পরিবার।
ভুক্তভোগী পরিবাররা জানান, সম্প্রতি কলম নজরপুর মৌজায় অবস্থিত ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন নির্মান করার জন্য ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়।
স্থানীয় সংসদ সদস্য, প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের কাছে আমরা সাক্ষাৎ করলে তিনি ভূমি অফিস নির্মানের যাতায়াতের রাস্তা দিতে বলেন সে মোতাবেক আমরা রাস্তা দিই। তাছাড়া আমাদের মৌজা ভিন্ন, পরে শুনি আমাদের জায়গায় ভূমি অফিস নির্মান করা হবে। অথচ আমাদের হাটকদমতলি মৌজা। ভূমি অফিসের নিজস্ব জমি থাকা সত্বেও কিছু মানুষে ষড়যন্ত্রে শিকার হয়ে আমরা বাস্তুহারা হয়েছি।
জানা যায়, প্রায় ৭০ বছর ধরে উপজেলার কলম বাজার সংলগ্ন ১৬ শতাংশ জমিতে চারটি পরিবার বসবাস করে আসছে।
তারা আরো জানান, কলম ইউনিয়নে সরকারী অনেক খাস জমি আছে, কিন্তু সেসব পরিত্যক্ত জমি ব্যবহার না করে আমাদের বসতভিটা থেকে উচ্ছেদ করা হয়েছে। তাছাড়া তাদের বাপ দাদার আমল থেকে তারা বসবাস করে আসছে। বাপ দাদারা না থাকায় তারা সঠিক সময় কাগজপত্র দিতে পারেনি। তাদের ডিক্রি আছে বলে ও জানান তারা।
ভুমি অফিস নির্মানের জন্য ভিত্তি প্রস্থর স্থাপন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি। তবে যেখানে ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়েছে তার ৬০ গজ উত্তরে বসতভিটা থেকে উচ্ছেদ করা হয়েছে। গত বুধবার জেলা প্রশাসনের নির্দেশে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে উচ্ছেদ অভিযান চালানো হয়।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতো জানান, জেলা প্রশাসন নোটিশের মাধ্যমে তাদের উচ্ছেদ করেছে। তাদের পুনর্বাসন বিষয়টি জেলা প্রশাসক মহোদয় বলতে পারবেন।
নতুনসময়/আরকে/এসআই