ডাইং সেকশনের গরম পানিতে প্রাণ গেল শ্রমিকের

সোমবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন কারখানার ডাইং সেকশনের ব্যবস্থাপক হাফিজুর রহমান। গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার মুলাইদ গ্রামে আদিব গ্রুপের ওয়েলটেক্স কারখানার ডাইং সেকশনের গরম পানিতে ঝলসে যাওয়া শ্রমিক ইসরাফিল মারা গেছেন। এ ঘটনায় হামিদুল নামে আরও এক শ্রমিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত শ্রমিক ইসরাফিল মানিকগঞ্জ সদর উপজেলার কাটিগ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি ওয়েলটেক্স কারখানায় ডাইং সেকশনের অপারেটর পদে চাকরি করতেন।
কারখানার ডাইং সেকশনের ব্যবস্থাপক হাফিজুর রহমান জানান, রোববার ডাইং মেশিনের ঢাকনা খোলার সময় উত্তপ্ত গরম পানি ওই ইসরাফিল ও হামিদুলের শরীরের ওপর এসে পড়ে। এতে তাদের শরীরের কিছু অংশ ঝলসে যায়। তাদের দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান ইসরাফিলের শরীরের ৮০ শতাংশ ও হামিদুলের শরীরের ৩০ শতাংশ পুড়ে গেছে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে ইসরাফিলের মৃত্যু হয়।
নতুনসময় / আইআর