তিনদিন আগে অপহৃত এক ব্যবসায়ীকে উদ্ধার, আটক ২

আশুলিয়া থানার ওসি রিজাউল হক দিপু জানান, রোববার রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে থেকে তাদের আটক করা হয়। সাভারের আশুলিয়া থেকে তিনদিন আগে অপহৃত এক ব্যবসায়ীকে উদ্ধার এবং দুই অপহরণকারীকে আটকের খবর জানিয়েছে পুলিশ।
এরা হলো- মাসুম (২৭) ও আমির হোসেন (২৮)।
উদ্ধার হওয়া আবুল হোসেনের (৪০) বাড়ি গাজীপুর জেলার কাশিমপুর থানার তেতুইবাড়ি এলাকায়। তিনি গার্মেন্টস ব্যবাসার সঙ্গে জড়িত রয়েছেন।
তার স্ত্রী রুবিনা আক্তার জানান, শুক্রবার বিকালে আশুলিয়া বাজার এলাকা থেকে কয়েকজন ‘অপহরণকারী’ আবুল হোসেনকে তুলে নিয়ে যায়। পরে তারা মোবাইলে ফোন করে দেড় লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
ওসি বলেন, এ ঘটনায় রুবিনা বেগম বাদী হয়ে আশুলিয়া থানায় একটি মামলা করলে পুলিশ আবুল হোসেনকে উদ্ধারে তৎপরতা শুরু করে।
পরে তথ্যপ্রযুক্তির মাধ্যমে অপহরণকারীদের অবস্থান চিহ্নিত করে ঘটনাস্থলে অভিযান চালিয়ে ওই ব্যবসায়ীকে উদ্ধার করা হয়।
এ চক্রের সঙ্গে জড়িত বাকিদেরও আটকের চেষ্টা চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
নতুনসময় / আইআর