সোহাগ পরিবহন থেকে ১১ হাজার ৪শ’ পিস ইয়াবা উদ্ধার

ফেনীতে সোহাগ পরিবহনের একটি এসি বাস থেকে ১১ হাজার ৪শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এসময় বাসের হেলপার মো. জসিম উদ্দিনকে আটক করা হয়েছে।
আজ রোববার ভোরে ফেনীর লালপুলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার ও জসিমকে আটক করে র্যাব-৭।
র্যাব-৭ এর অধিনায়ক ফাহিম জামিল জানান, এক মাদকব্যবসায়ী চট্টগ্রাম থেকে সোহাগ পরিবহনের একটি এসি বাসে বিপুল ইয়াবা নিয়ে ঢাকা যাচ্ছে এমন সংবাদ পেয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লালপুল এলাকার মুহুরী ফিলিং স্টেশন অ্যান্ড সার্ভিসিং সেন্টারের সামনে চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি করা হয়।
এ সময় ঢাকাগামী সোহাগ পরিবহনের ওই এসি বাসকে চেকপোস্টের সামনে থামানো হয়। ওই বাসে তল্লাশি শুরু করলে হেলপার জসিম উদ্দিন দৌড়ে পালানোর চেষ্টা করলে র্যাব সদস্যরা তাকে আটক করেন। পরে তার দেহ তল্লাশি করে ১৪শ’ পিস ইয়াবা জব্দ করা হয়। এসময় তার দেয়া তথ্য অনুসারে তল্লাশি করে বাসের ভেতর অভিনব কায়দায় লুকানো আরও ১০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। জব্দ হওয়া ইয়াবার আনুমানিক দাম ৫৭ লাখ টাকা।
পরে জসিম উদ্দিনসহ জব্দ করা ইয়াবা ফেনী সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
নতুনসময়/এসআই