ঢাকা শুক্রবার, ৯ই মে ২০২৫, ২৭শে বৈশাখ ১৪৩২


আইন সরকারি দল-বিরোধী দল দেখে না: পূর্তমন্ত্রী


২৯ এপ্রিল ২০১৯ ০০:২০

গৃহায়ন ও পূর্তমন্ত্রী এ্যাডভোকেট শ.ম. রেজাউল করিম বলেছেন, কেউ আইনের উর্ধ্বে নয়। আইনের চোখে ধনী-গরীব সবাই সমান। আইন সরকারি দল ও বিরোধী দল দেখে না। অসহায় মানুষের জন্য বর্তমান সরকার লিগ্যাল এইডের মাধ্যমে আইনগত সহয়তা প্রদান করছে। এসব কিছু সম্ভব হয়েছে জননেত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টার অবদানে।

রবিবার পিরোজপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

জেলা দায়রা জজ আব্দুল মান্নানের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) মোল্লা আজাদ হোসেন, পৌর মেয়র হাবিবুর রহমান মালেক, জেলা আইনজীবী সমিতির সভাপতি বেলায়েত হোসেন, সাধারণ সম্পাদক শহীদুল হক পান্না।

এসময় মন্ত্রী আরও বলেন, বাংলাদেশের বিচার বঞ্চিত মানুষের বেদনায় যাদের হৃদয়ের রক্তক্ষরণ হয় তাদের মধ্যে অন্যতম শেখ হাসিনা। অপরাধী যিনি হবেন তিনি আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি কোন পরিচয় থাকতে পারে না। তার পরিচয় হওয়া উচিত তিনি অপরাধী।


নতুনসময়/এনএইচ