বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে ধর্ষণ

শেরপুরের শ্রীবরদীতে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। উপজেলার ভেলুয়া ইউনিয়নের ঝগড়াচর বাজার গরুহাটি এলাকায় ওই ঘটনা ঘটে। নির্যাতিত কিশোরী পাশ্ববর্তী জামালপুর জেলার ইসলামপুর থানার ফুলকারচর উত্তর পাড়া গ্রামের বাসিন্দা।
লম্পট ধর্ষক উপজেলার ঝগড়ারচর বাজার গরুহাটি গ্রামের নাদের কেরানীর ছেলে জসিম মিয়া (২০)। এ ঘটনায় নির্যাতিত কিশোরী বাদী হয়ে শ্রীবরদী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষক জসিম ও তার সহযোগি কাউনের চর তিনানীপাড়া গ্রামের জিন্নাহর ছেলে রিপন মিয়া (২৫)-এর নামে মামলা দায়ের করেছে।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ঝগড়ারচার বাজারে তিন মাস পূর্বে জসিমের সাথে নির্যাতিত কিশোরীর পরিচয় হয়। পরিচয়ের সময় জসিম ওই কিশোরীর মোবাইল নাম্বার নেয়। ফোন আলাপে কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। গত ২৫ এপ্রিল জসিম নির্যাতিত ওই কিশোরীকে বিয়ের প্রলোভন দিয়ে তার নিজ বাড়ির একটি কক্ষে নিয়ে এসে একাধিক বার ধর্ষণ করে।
নির্যাতিতা কিশোরী জসিমকে বিয়ের কথা বললে জসিম ও রিপন কাজী নিয়ে আসার কথা বলে পালিয়ে যায়। সর্বশেষ শনিবার দুপুরে ভিকটিমের ডাক্তারি পরীক্ষা হয়েছে বলে জানা গেছে।
এ ব্যাপারে শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ, মোহাম্মদ রুহুল আমিন তালুকদার জানিয়েছেন, এ ঘটনায় নির্যাতিত কিশোরী বাদী হয়ে মামলা দায়ের করেছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
নতুনসময়/এনএইচ