ঢাকা শুক্রবার, ৯ই মে ২০২৫, ২৭শে বৈশাখ ১৪৩২


ডিবি পরিচয়ে বাস ছিনতাই, আটক ১


২৮ এপ্রিল ২০১৯ ০৫:২২

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতীর এলেঙ্গা বাসস্ট্যান্ডে সুপার ডিলেক্স এসবি পরিবহনের কুষ্টিয়াগামী একটি বাসে ডিবি পরিচয় দিয়ে ছিনতাই চেষ্টাকালে এক অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে আটক করেছে কালিহাতী থানা পুলিশ।

শনিবার (২৭ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকা আরও ৫ জন পালিয়ে যায়।

জানা যায়, আটক অবসরপ্রাপ্ত সেনা সদস্য আশুলিয়ার ডেন্ডাবর পল্লিবিদ্যুৎ এলাকার খন্দকার নুরুল ইসলামের ছেলে আবু তালেব । তিনি ২০১৩ সালে রংপুর ক্যান্টনমেন্ট থেকে অবসরে আসেন।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোশারফ হোসেন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী সুপার ডিলেক্স এসবি পরিবহনের একটি বাস আশুলিয়া এলাকায় পৌঁছালে ২টি মাইক্রোবাস দিয়ে বাসটিকে থামিয়ে ডিবি পরিচয়ে ৫ জন লোক ওই গাড়িতে উঠে।

তিনি জানান, ওই সময় কুষ্টিয়ার ১০-১২ জন গরু ব্যবসায়ীকে মাদক ব্যবসায়ী বলে গাড়ি থেকে নামানোর চেষ্টা করলে গাড়ির চালক ও সুপারভাইজার তাদের পরিচয় জানতে চাইলে ৪ জন গাড়ি থেকে নেমে লাফিয়ে পালিয়ে যায়।

এরপর গাড়ির চালক কৌশলে বাসটিকে এলেঙ্গা বাসস্ট্যান্ডে এনে থামিয়ে পুলিশকে বিষয়টি জানান। ঘটনাস্থলে পুলিশ তাৎক্ষণিক আবু তালেব নামের অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে আটক করে কালিহাতী থানায় নিয়ে আসে। এ ঘটনায় থানায় মামলার প্রস্ততি চলছে বলেও জানান ওসি মীর মোশারফ হোসেন।

নতুনসময়/আইকে