ঢাকা শুক্রবার, ৯ই মে ২০২৫, ২৭শে বৈশাখ ১৪৩২


চিকিৎসা করাতে না পেরে কৃষকের আত্মহত্যা


২৮ এপ্রিল ২০১৯ ০৪:০৮

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাধবপুর এলাকায় মেশের আলী (৭০) নামে এক বৃদ্ধ কৃষক চিকিৎসা করাতে না পেরে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার সকালে দরজা ভেঙে ওই কৃষকের মরদেহ উদ্ধার করেছে স্বজনরা।

গোদাগাড়ী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানান রোগে ভুগছিলেন মেশের আলী। পরিবারের লোকজন জানিয়েছে আর্থিক অনটনের কারণে তিনি চিকিৎসা করাতে পারছিলেন না। অভাবের কারণে পারিবারিক অশান্তিও ছিল।

এরই জের ধরে শুক্রবার দিবাগত রাতে নিজ শোবার ঘরে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। টের পেয়ে শনিবার সকাল ৮টার দিকে দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করেন স্বজনরা। পরে পুলিশ গিয়ে মরদেহ থানায় নেয়।


নতুনসময়/এনএইচ