যশোরে চকলেটের প্রলোভনে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগ

যশোরে পাঁচ বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। চকলেট, কেক খাওয়ানোর লোভ দেখিয়ে ধর্ষণের চেষ্টা চালায় বলে অভিযোগ শিশুটির মায়ের।
শিশুটির মা জানান, “শুক্রবার সন্ধ্যায় বাড়ির পাশে খেলছিল শিশুটি। এসময় বাড়িওয়ালার ভাগ্নে ইজিবাইক চালক বাবু (২০) তার মেয়েকে চকলেট, কেক ইত্যাদি দেওয়ার কথা বলে ঘরের ভেতর নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এসময় মেয়েটি চিৎকার দিলে বাবু পালিয়ে যায়।”
এদিকে, শনিবার দুপুরে এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে স্থানীয়রা ধর্মতলা এলাকায় বিক্ষোভ করে। এসময় তারা ধর্ষক বাবুকে গ্রেফতারের দাবি জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ জনসাধারণদের আশ্বস্ত করে এবং জিজ্ঞাসাবাদের জন্যে অভিযুক্ত বাবুর মাকে থানায় নিয়ে যায়।
কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (তদন্ত) সমীর কুমার সরকার বলেন, “বাবুকে আটকে পুলিশ অভিযান শুরু করেছে।” থানার আর এক উপ-পরিদর্শক তারেক নাহিয়ান বলেন, “অভিযুক্ত বাবুর মাকে জিজ্ঞাসাবাদের জন্যে থানায় আনা হয়েছে।”
নতুনসময়/এসআই