ঢাকা শুক্রবার, ৯ই মে ২০২৫, ২৭শে বৈশাখ ১৪৩২


ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ মামলায় গ্রেপ্তার ১


২৭ এপ্রিল ২০১৯ ০৩:৩৮

সংগৃহীত ছবি

ষষ্ঠ শ্রেণির এক স্কুল ছাত্রীকে ধর্ষণ মামলায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ঘটনাটি ঘটেছে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায়।

উপজেলার বিনাই পাচঁখুপি গ্রামের বাড়ি থেকে বৃহম্পতিবার রাতে তাকে আটক করা হয় বলে ক্ষেতলাল থানার ওসি শাহারিয়ার খান জানান।

আটক রাব্বি হোসেন ওই গ্রামের বজলু রহমানের ছেলে।

ওসি বলেন, বুধবার রাতে রাব্বি মেয়েটিকে তার বাড়ি থেকে তুলে নিয়ে তার বাড়িতে নিয়ে যায়।পরে সেখানে একটি ঘরে আটকে রেখে মেয়েটিকে ধর্ষণ করে।

এদিকে মেয়েটিকে বাড়িতে না পেয়ে তার স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তার হদিস মেলেনি। পরদিন সকালে প্রতিবেশীরা গ্রামের একটি রাস্তার পাশে আহত অবস্থায় ওই স্কুল ছাত্রীকে পড়ে থাকেতে দেখে তাকে উদ্ধার করে জয়পুরহাট সদর হাসপাতালে ভর্তি করে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

ওসি আরও বলেন, ওই রাতে মেয়েটির মায়ের অভিযোগে পুলিশ রাব্বিকে আটক করে। পরে এ ঘটনায় তিনি বাদী হয়ে মামলা করেন।


নতুনসময় / আইআর