ঢাকা শুক্রবার, ৯ই মে ২০২৫, ২৭শে বৈশাখ ১৪৩২


সফলতার পুরস্কার পেলেন ভূঞাপুর থানার ওসি রাশিদুল ইসলাম


২৬ এপ্রিল ২০১৯ ০৭:০৯

সঞ্জিত কুমার রায় বিপিএম পুলিশ সুপার টাঙ্গাইলের সভাপতিত্বে বুধবার টাঙ্গাইল জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক মাসিক অপরাধ সভা ও জেলার গোয়েন্দা কার্যক্রমসহ নিরাপত্তা জোরদার এবং সাইবার ক্রাইম মনিটরিং সেলের মাধ্যমে তথ্য প্রযুক্তি ব্যবহারের আলোচনা অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় (বিপিএম) ওসি মো. রাশিদুল ইসলামের হাতে এ পুরস্কার তুলে দেন।

সভায় টাঙ্গাইল জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জঙ্গি দমন, মাদক উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা, কমিউনিটি পুলিশিং কার্যক্রম জোরদার, গ্রেফতারী পরোয়ানা, স্পর্শকাতর মামলা সমূহের অগ্রগতি, জেলার গোয়েন্দা কার্যক্রম সহ নিচ্ছিদ্র নিরাপত্তা জোরদার, সাইবার ক্রাইম মনিটরিং সেলের মাধ্যমে তথ্য প্রযুক্তি ব্যবহারের বিষয় সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয় এবং ভালো কাজের স্বীকৃতি স্বরুপ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদেরকে পুরস্কৃত করা হয়। এ সময় সভায় আরোও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ রেজাউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার(গোপালপুর সার্কেল) মোঃ আমির খসরু, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সখিপুর সার্কেল) মোঃ আব্দুল মতিন, ডিআইও-১, ওসি ডিবি, টিআই সহ সকল থানার অফিসার ইনচার্জগণ উপস্হিত ছিলেন।