মা-বাবার চোখের সামনে ছেলের মৃত্যু

ফরিদপুরে ভাঙ্গা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা কুমার নদের পাশে বাইপাস সড়কে মা-বাবার সামনে একটি ট্রাক কেড়ে নিল ছেলে রাব্বির (১১) প্রাণ। এ সময় বাবা বালাম মাতুব্বর ও মা লাইজু বেগম গুরুতর আহত হয়।
বুধবার রাত রাতে একমাত্র পুত্র রাব্বিকে সঙ্গে নিয়ে মা-বাবা ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার সময় এ দুর্ঘটনা ঘটে।
আহতদের ভাঙ্গা হাসপাতালে ভর্তি করার পর বাবা বালাম মাতুব্বরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। নিহতের বাড়ি উপজেলার দক্ষিণ কাউলিবেড়া গ্রামে। ঘাতক ট্রাকটি পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার রাত ৮টার দিকে অসুস্থ লাইজু বেগমকে ডাক্তার দেখানোর জন্য ছেলেকে নিয়ে ভাঙ্গা হাসপাতালে আসেন বালাম মাতুব্বর। ডাক্তার দেখিয়ে ভ্যানযোগে তারা তিনজন বাড়ি ফিরছিলেন। এ সময়ে ঘটনাস্থলে পেছন থেকে একটি ট্রাক তাদেরকে চাপা দিলে মা-বাবার চোখের সামনেই ছেলের মৃত্যু হয়।
দুর্ঘটনার সময় একমাত্র ছেলের মৃত্যু দেখে মা লাইজু বেগম জ্ঞান হারিয়ে ফেলেন। রাব্বির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
ভাঙ্গা হাইওয়ে থানার ওসি শেখ মাহফুজার রহমান জানান, নিহতের পরিবারের আপত্তি না থাকায় রাব্বির লাশ বিনা ময়নাতদন্তে হস্তান্তর করা হয়েছে।
নতুনসময়/এনএইচ