ঢাকা শুক্রবার, ৯ই মে ২০২৫, ২৭শে বৈশাখ ১৪৩২


চুয়াডাঙ্গায় মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান


২৫ এপ্রিল ২০১৯ ০৫:৩৯

প্রতিকী ছবি

চুয়াডাঙ্গায় ম্যাজিস্ট্রেট, বিজিবি, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স অভিযান পরিচালনা করে ইয়াবাসহ আক্তার হো‌সেন (৫২) না‌মে এক মাদক ব্যবসায়ী‌কে আটক ক‌রে‌ছে। বুধবার বেলা ১২ টার দি‌কে এই অভিযান চালা‌নো হয়।

চুয়াডাঙ্গা ৬ বি‌জি‌বি প‌রিচালক মো: ইমাম হাসান জানান, আজ ২৪ এপ্রিল বুধবার আনুমানিক বেলা ১২ টার দি‌কে চুয়াডাঙ্গা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট, চুয়াডাঙ্গা ৬ বিজিবি, চুয়াডাঙ্গা জেলা পুলিশ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স জেলার দামুড়হুদা উপ‌জেলার অন্তর্গত ঈশ্বরচন্দ্রপুর গ্রামের বড় মসজিদ পাড়া নামক স্থানে অভিযান পরিচালনা করা হয়। এসময় ৭৬ পিচ ইয়াবাসহ ওই গ্রা‌মের মৃত. সা‌নোয়ার হো‌সে‌নের ছে‌লে মাদক ব্যবসায়ী মোঃ আক্তার হোসেনকে আটক করতে সক্ষম হয়।

বি‌জি‌বি প‌রিচালক আরও জানান, উদ্ধারকৃত ইয়াবা ট্যাব‌লেটগু‌লোর আনুমানিক মূল্য প্রায় ২২ হাজার ৮শ’ টাকা। আটককৃত ইয়াবাসহ আসামীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক মামলাসহ দামুড়হুদা ম‌ডেল থানায় সোর্পদ করে‌ছে।