ঢাকা শুক্রবার, ৯ই মে ২০২৫, ২৭শে বৈশাখ ১৪৩২


শমী কায়সারের ফোন চুরি, অবরুদ্ধ সাংবাদিকরা


২৫ এপ্রিল ২০১৯ ০১:২৪

প্রায় অর্ধশত ফটো ও ভিডিও ক্যামেরাম্যান আর শতাধিক মানুষের সামনেই চুরি হয় অভিনেত্রী ও ই-কমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) এর প্রেসিডেন্ট শমী কায়সারের দুইটি স্মার্টফোন। আর চোর সন্দেহে প্রায় আধা ঘণ্টা অবরুদ্ধ করে রাখা হয় অর্ধশত গণমাধ্যম কর্মীদের।

বুধবার (২৪ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে এই ঘটনা ঘটে। ই-কমার্স ভিত্তিক পর্যটন বিষয়ক সাইট বিন্দু ৩৬৫ এর উদ্বোধন কালে বক্তব্য প্রদান করেন শমী কায়সার। বক্তব্য শেষ করে কেক কাটার সময়েই হঠাৎ করে তিনি জানান তার দুইটি মুঠোফোন পাওয়া যাচ্ছে না। তবে সেগুলো সেই সময় পর্যন্ত সচল পাচ্ছিলেন তিনি।

শমী কায়সারের এমন মন্তব্যের সাথে সাথেই মিলনায়তনের মূল প্রবেশদ্বার বন্ধ করে দেওয়া হয়। একই সাথে শমী কায়সারের নিরাপত্তা কর্মী সবার দেহ তল্লাশি করতে চাইলে তাতে সম্মতি জানায় উপস্থিত দায়িত্বরত সাংবাদিকেরা। তখন কেউ কেউ তল্লাশি সাপেক্ষে বের হতে চাইলে সেই নিরাপত্তাকর্মী সাংবাদিকদের 'চোর ' বললে উত্তেজিত হয়ে ওঠেন তারা। এসময় অনুষ্ঠানের আয়োজকদের সাথে বাগ-বিতন্ডা হয় সাংবাদিকদের।

পরে সাংবাদিকদের ক্যামেরায় ধারনকৃত ভিডিও ফুটেজ থেকে জানা যায়, অনুষ্ঠানে কেক নিয়ে আসা লাইটিং এর এক কর্মী মুঠোফোন দুইটি নিয়ে যায়। এরপর সাংবাদিকদের প্রতি দু:খ প্রকাশ করেন শমী কায়সার। তিনি বলেন, সাংবাদিকদের সাথে ভুল বোঝাবুঝি হয়েছে হয়তো যা অনিচ্ছাকৃত। আসলে মুঠোফোন আমাদের সবার জন্যই খুব গুরুত্বপূর্ণ। অনেক গুরুত্বপূর্ণ তথ্য থাকে সেখানে।

পরে তাৎক্ষনিকভাবে প্রধান অতিথি (তথ্যমন্ত্রী) আসার আগেই অনুষ্ঠান সমাপ্ত করে এর আয়োজকেরা।

এদিকে ফোন চুরি এবং এর জন্য সাংবাদিকদের প্রাথমিকভাবে সন্দেহ করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় অনুষ্ঠানে সংবাদ সংগ্রহের কাজে আসা সাংবাদিকেরা। একই সাথে অনুষ্ঠান স্থলে তাদেরকে অবরুদ্ধ করে রাখার ঘটনায়ও নিন্দা জানায় তারা।