ঢাকা শুক্রবার, ৯ই মে ২০২৫, ২৭শে বৈশাখ ১৪৩২


রোহিঙ্গা ক্যাম্পে আগুন


২৫ এপ্রিল ২০১৯ ০০:৩৪

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে আগুন লেগেছে। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে কিছুই জানা যায়নি। এখন পর্যন্ত কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উখিয়া থানা পুলিশের ওসি আবুল খায়ের বলেন, অগ্নিকাণ্ডে রোহিঙ্গাদের বেশ কিছু বসতঘরসহ নানা রকম ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। তবে আগুন লাগার কারণ ও কতক্ষণে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে সে বিষয়ে কিছুই জানাতে পারেননি ওসি।

নতুনসময়/এনএইচ