ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু

গাজীপুর সিটি করপোরেশনের ধীরাশ্রম এলাকার পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু হয়েছে।
বুধবার (২৪ এপ্রিল) সকালে ও মঙ্গলবার (২৩ এপ্রিল) রাতে ধীরাশ্রম এলাকায় ঢাকা জয়দেবপুর রেললাইনে এ ঘটনা ঘটে। নিহতদের পরিচয় জানা যায়নি।
জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) সুব্রত দাস বলেন, মঙ্গলবার রাত ১১টার দিকে ধীরাশ্রম এলাকায় ঢাকা-জয়দেবপুর রেললাইনে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে রাতেই মরদেহ উদ্ধার করা হয়। নিহতের পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ৪৫ বছর। নিহতের পড়নে কালো প্যান্ট ও ধূসর রঙের শার্ট রয়েছে।
তিনি আরও বলেন, একই এলাকায় বুধবার সকাল ১০টার দিকে ঢাকা-জয়দেবপুর রেললাইনে এক যুবক ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় জানা যায়নি। বয়স আনুমানিক ৩৫ বছর। নিহতের পড়নে চেক লুঙ্গি ও নীল রঙের শার্ট রয়েছে।
এসআই সুব্রত দাস জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ দু’টি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নতুনসময়/এসআই