গাজীপুরে অটোরিকশা ও কাভার্ডভ্যান সংঘর্ষে অটো চালক নিহত

গাজীপুরে মহানগর গজারিয়া পাড়া এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা ও কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে, অটো চালক নিহত আহত ২, কাভার্ডভ্যানের চালক আটক।
গাজীপুর মহানগর ২২ নং ওয়ার্ড গজারিয়া পাড়া ব্র্যাক এর সামনে এ ঘটনাটি ঘটে। স্থানীয় লোকজন জানান অটো টি রাজেন্দ্রপুর চৌরাস্তা থেকে বাংলা বাজার যাওয়ার উদ্দেশে রওনা হলে বিপরীতগামী থেকে একটি মালবাহী কাভার্ড ভ্যান এর সামনে আসলে মুখোমুখি সংঘর্ষ হয়।
এ সময় ঘটনাস্থলে অটোচালক সাধন কুমার নিহত হন ।অটোতে থাকা আরো দুইজন গুরুতর আহত হন । আহতরা হলেন হাসান ও রনি। তাদেরকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। এসময় ঘটনাস্থল থেকে স্থানীয় লোকজন কাভার্ড ভ্যানের চালক মিজান কে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
ময়না তদন্তের জন্য নিহতের মরদেহটি গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নতুনসময়/অএস/এসআই