ঢাকা শুক্রবার, ৯ই মে ২০২৫, ২৭শে বৈশাখ ১৪৩২


শ্রীপুরে নারী শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার!


২৩ এপ্রিল ২০১৯ ০৩:৩১

প্রতীকী ছবি

গাজীপুরের শ্রীপুর উপজেলার গাড়ারন গ্রামের কমিনিউটি ক্লিনিকে পাশ থেকে হাসনা খাতুন নামে এক গার্মেন্টস নারী শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ।

সোমবার (২২ এপ্রিল) দুপুরের দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। নিহত হাসনা খাতুন সোনাকর গ্রামের নুরুল ইসলাম এর মেয়ে।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক এসআই রাজীব কুমার সাহা জানান, সকালে গাড়ারন গ্রামের কমিউনিটি ক্লিনিক এর পাশে একটি ঝুলন্ত লাশ দেখতে পেয়ে গ্রামবাসী পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

ঘটনাস্থল থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করেছে। মেয়েটি কেওয়া বাজার সংলগ্ন পারটেক্স গার্মেন্টস কারখানার শ্রমিক। ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

 

নতুনসময়/অএস/এসআই