ঢাকা শুক্রবার, ৯ই মে ২০২৫, ২৭শে বৈশাখ ১৪৩২


মজুরি বৃদ্ধি ও সরকারি ছুটির দাবিতে ২ ঘণ্টা সড়ক অবরোধ


২৩ এপ্রিল ২০১৯ ০২:৫৯

নতুন সময়

ধামরাইয়ে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ কারখানার শ্রমিকরা মজুরি বৃদ্ধি ও সরকারি ছুটির দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক প্রায় দুই ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন।

অবরোধের সময় ঢাকা-আরিচা মহাসড়কে যানজট দেখা দেয়। পরে প্রশাসনের আশ্বাসে তারা অবরোধ তুলে কাজে যোগ দেন।

সোমবার সকাল সাড়ে ৬টার দিকে ধামরাইয়ের বারবাড়িয়া এলাকায় কারখানার সামনে ঢাকা-আরিচা মহাসড়কে অবরোধের এ ঘটনা ঘটে।

কারখানার নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহ বাহার বলেন, আমাদের কারখানায় সিজনাল প্রোডাকশন হয়। এ কারণে বিভিন্ন সময় সরকারি ছুটি দেওয়া হয় না। আর শ্রমিকরা মজুরি বৃদ্ধির যে দাবি তুলেছেন তা মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে সমাধান করা হবে।

কারখানাটিতে শ্রমিকদের দৈনিক ১২০ টাকা করে মজুরি দেওয়া হয়। তারা তা বাড়িয়ে ১৮০ টাকা করার দাবি জানিয়ে আসছেন।

ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, বেতন বৃদ্ধিসহ বেশ কিছু দাবিতে শ্রমিকরা সড়ক অবরোধ করেন। পরে তাদের বুঝিয়ে বিষয়টি সমাধানের আশ্বাস দিলে তারা ফিরে গিয়ে কাজে যোগ দেন।

নতুনসময় / আইআর