ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যু

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় সানজিদা মোস্তফা সুমি খাতুন (৩৪) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
সোমবার (২২ এপ্রিল) দুপুরে জেলা শহরের ক্যাডেট কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। সানজিদা শৈলকুপা উপজেলার ডাঙ্গীপাড়া গ্রামের গিয়াস উদ্দীন বাবুর স্ত্রী। তিনি ভাটই বঙ্গবন্ধু মেমোরিয়াল কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক ছিলেন।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান খান জানান, দুপুরে শৈলকুপা থেকে মোটরসাইকেলে করে ঝিনাইদহে যাচ্ছিলেন সুমি। পথে ক্যাডেট কলেজের সামনে পৌঁছালে অসাবধানতায় মোটরসাইকেলের ওপর থেকে ছিটকে পড়ে যান সুমি।
এসময় একটি বাস তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নতুনসময়/এসআই