প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুলছাত্রীকে অপহরণ

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। রবিবার সকালে উপজেলার পূর্বাচল ৩০০ফিট ভোলানাথপুর এলাকা থেকে ওই স্কুলছাত্রীকে অপহরণ করা হয়।
স্কুলছাত্রীর বাবা কাজিমউদ্দিনর জানান, তার মেয়ে ফারজানা আক্তার মুক্তি ইউসুফগঞ্জ স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী। বর্তমানে উপজেলার টেকনোয়াদ্দা এলাকায় বসবাসকারী পটুয়াখালী জেলার কাকড়া বুনিয়া এলাকার ইসমাইল হাওলাদারের ছেলে নয়ন হাওলাদার বিভিন্ন সময় স্কুলে যাওয়া আসার সময় তার মেয়েকে উত্যক্ত করে আসছিল। তার মেয়ে উক্ত প্রস্তাবে রাজি না হওয়ায় অপহরণকারীরা তাকে অপহরণসহ প্রাণনাশের হুমকি প্রদান করে আসছিল।
রবিবার সকালে ফারজানা আক্তার মুক্তি স্কুলে যাওয়ার সময় পূর্বাচল ৩০০ফিট ভোলানাথপুর এলাকায় পৌঁছালে নয়ন হাওলাদার ও সজল হাওলাদারসহ অজ্ঞাত ২/৩ জন ফারজানা আক্তারকে জোরপূর্বক অপহরণ করে হাইএস গাড়িযোগে উঠিয়ে নিয়ে যায়।
এ ঘটনায় রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, অপহরণ হওয়া স্কুলছাত্রীকে উদ্ধার ও অপহরণকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
নতুনসময়/এনএইচ