ঢাকা শুক্রবার, ৯ই মে ২০২৫, ২৭শে বৈশাখ ১৪৩২


শার্শায় সড়ক দুর্ঘটনায় চটপটি বিক্রেতার মৃত্যু


২০ এপ্রিল ২০১৯ ২৩:৫৭

যশোরের শার্শায় উলাশীনামক স্থানে মহাসড়কের উপরে সড়ক দুর্ঘটনায় রমিজ উদ্দিন (৩৮) নামে এক পথচারী নিহত হয়েছে। সে পেশায় একজন চটপটি বিক্রেতা।

শুক্রবার ৩টার সময় নাভারণ সাতক্ষীরা মহাসড়কের উলাশি কোল্ড স্টোরের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রমিজ উদ্দিন ঝিকরগাছা উপজেলার গঙ্গানন্দপুর ইউনিয়নের নবগ্রামের লোকমান হোসেন মোড়লের ছেলে। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে নাভারণ হাইওয়ে থানা পুলিশ।

প্রতক্ষ্যদর্শীদের সুত্রে জানা যায়, রাত আনুমানিক তিনটার দিকে পাশের একটি মাহফিলে চটপটি বিক্রি করে রমিজ উদ্দিন বাসায় ফিরছিলেন। উলাশীর কোল্ড স্টোরের পাশে চটপটির গাড়ি রেখে কারো সাথে কথা বলছিলেন। নাভারণ গামী একটি ট্রাক তাকে ধাক্কা দিলে সে ছিটকে সড়কের মাঝ বরাবর পড়ে যায়। সেসময় সাতক্ষীরা গামী একটি দ্রুত গতির পরিবহন তাকে পিষে দিয়ে চলে যায়। এসময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নাভারণ হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ সার্জেন্ট পলিটন মিয়া সড়ক দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয় লোক মারফত খবর পেয়ে ঘটনাস্থল উপজেলার উলাশি কোল্ড স্টোর নামকস্থানে গেলে দেখতে পাই সড়ক দুর্ঘটনায় এক পথচারী নিহত হয়েছেন। ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসি।

গ্রামবাসী আজগর বলেন পরিবারের একমাত্র উপার্জন কারী রমিজ উদ্দিনের মৃত্যুতে তার পরিবারের দেখাশুনার আর কোন সদস্য নেই ৷ তিনি উদ্ধর্তন কর্তৃপক্ষের নিকট ক্ষতিপূরনের দাবী জানায়।

নতুনসময়/আয়ুব/আইকে