ঢাকা শুক্রবার, ৯ই মে ২০২৫, ২৭শে বৈশাখ ১৪৩২


পাহাড় থেকে নেমে আসলো লাজুক বানর


১৮ এপ্রিল ২০১৯ ০৮:২৫

লাজুক বানর

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা পারারামপুর ইউনিয়নে মাঠের ঘাট এলাকায় পাহাড় থেকে নেমে আসা লাজুক প্রকৃতির বানরটি পাওয়া গেছে গত ১৫ এপ্রিল সোমবার।

প্রত্যক্ষদর্শিদের মাধ্যমে জানা যায়, পারারামপুর ইউনিয়নের সাবেক ইউ সদস্য লাল মিয়ার ছেলে বাড়ীর পাশে খেলতে গিয়ে জঙ্গলে বানরটি দেখতে পায়। সে বানরটিকে ধরে তার বাড়ীতে নিয়ে আসে। আজব প্রকৃতির বানর দেখে সে দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এম এম ময়নুল ইসলাম সাহেবকে বিষয়টি জানায়।

থানা পুলিশ সংবাদটি জানতে পেরে বানরটি লাল মিয়া মেম্বারের বাড়ী থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। উদ্ধারকৃত বানরটি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ গোলাম মোস্তফার কাছে হস্তান্তর করে পুলিশ।

বানরটির ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা হলে ভাইরাল হয়ে যায়। এটা দেখে বগুড়া সরকারি আজিজুল হক কলেজ থেকে ও বন বিভাগের একদল কর্মী ১৬ এপ্রিল মঙ্গলবার দুপুরে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের সাথে কথা বলেন বানরটি নিয়ে যাওয়ার প্রসঙ্গে।

অবশেষে উপজেলা বন বিভাগের কর্মকর্তা থেকে লিখিত দিয়ে লাজুক প্রকৃতির বানরটি বগুড়া নিয়ে যান তারা।