ঢাকা শুক্রবার, ৯ই মে ২০২৫, ২৭শে বৈশাখ ১৪৩২


যশোরে ধর্ষণের চেষ্টায় আটক পুরোহিত


১৮ এপ্রিল ২০১৯ ০৬:৫৮

প্রতীকী ছবি

যশোর সদর উপজেলার বিরামপুর গ্রামে নয় বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক পুরোহিতকে গ্রেপ্তার করেছে পুলিশ।নববর্ষের দিন এই ঘটনার পর গতকাল মঙ্গলবার রাতে স্থানীয় যুবকরা ওই পুরোহিতকে গণধোলাই দিয়ে পুলিশে দেয়।

আটক পুরোহিতের নাম প্রকাশ ব্যানার্জী। তিনি ওই গ্রামের কালীপদ ব্যানার্জীর ছেলে।

স্থানীয়রা জানিয়েছে, পুরোহিত প্রকাশ দীর্ঘদিন ধরে ওই শিশুকে ধর্ষণের চেষ্টা চালিয়ে আসছেন। রোববার (১৪ এপ্রিল) নববর্ষের দিন দুপুরে বিরামপুরের একটি মন্দিরের পুরোহিত মন্দিরের মধ্যে একটি কক্ষের মধ্যে ধর্ষণের চেষ্টা চালালে শিশুটির চিৎকারে বিষয়টি জানাজানি হয়। এরপর ওই শিশুকে উদ্ধার করে তার মায়ের হাতে তুলে দেওয়া হয়। পরে শিশুটির মা বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা করেছেন

যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) সমীর কুমার সরকার বলেন, গত ১৪ এপ্রিল দুপুরে প্রকাশ ব্যানার্জী মন্দিরে পূজা করছিলেন। সেখানে শিশুরাও উপস্থিত ছিল। একপর্যায়ে আটক প্রকাশ ব্যানার্জী মন্দিরের প্রতিবেশী এক শিশুকে পর্দা টানানো একটি রুমে নিয়ে চকলেটের প্রলোভন দিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। পর ওই শিশুটি চিৎকার করলে সবাই এগিয়ে যায়। খবর পেয়ে পরে পুলিশ প্রকাশকে গ্রেপ্তার করে।

নতুন সময়/এসআই