ঢাকা মঙ্গলবার, ২৩শে ডিসেম্বর ২০২৫, ১০ই পৌষ ১৪৩২


দেবিদ্বারে ছাত্রী ধর্ষন করল মসজিদের ইমাম : এক ঘন্টায় ধর্ষক আটক


১৪ এপ্রিল ২০১৯ ০৭:৫৩

ধর্ষক আটক

কুমিল্লার দেবিদ্বার উপজেলার ছোটশালঘর দ:পাড়া বাইতুল ফালাহ্ মসজিদের ইমাম লম্পট মাহফুজুর রহমান(২২)-কে ১৫ বছরের ছাত্রী ধর্ষন এর অভিযোগে ১ ঘন্টার মধ্যে ধর্ষক-কে গ্রেফতার করেছে দেবিদ্বার থানা পুলিশ।

জানা যায়, ছোটশালঘর দ: পাড়া মসজিদের ইমাম নামে সমাজের কিট লম্পট মাহফুজুর রহমান মসজিদের পাশে অবস্থিত তার শয়ন কক্ষে গত শুক্রবার সকাল ১০ টার সময় জোর পূর্বক ধর্ষন করে।

গোপন সংবাদের ভিত্তিতে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জহিরুল আনোয়ার এর নেতৃত্বে তদন্ত(ওসি)মেজবাহ্ উদ্দিন ও এস.আই মোশারফ হোসেন সহ সঙ্গীয় ফোর্স ধর্ষককে গ্রেফতার করে ধর্ষিত ছাত্রীকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে।

এ বিষয়ে ওসি জহিরুল আনোয়ার জানান, আমরা ছাত্রীকে উদ্ধার করে চিকিৎসার জন্য কুমেক হাসপাতালে পাঠিয়েছি। সেই সাথে ধর্ষককে গ্রেফতার করা হয়েছে। এখনো জিঙ্গাসাবাদের জন্য তাকে থানায় হেফাজতে রাখা হয়েছে।