ঢাকা মঙ্গলবার, ২৩শে ডিসেম্বর ২০২৫, ১০ই পৌষ ১৪৩২


মাদারীপুরে ছাত্রলীগ নেতার ঝুলন্ত লাশ উদ্ধার


২৫ মার্চ ২০১৯ ২৩:২৫

ফাইল ছবি

মাদারীপুর জেলা শহরের বাতামতলা এলাকা থেকে সোমবার সকালে মাদারীপুর জেলা ছাত্রলীগের সহসভাপতি লিমন মজুমদারের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে মাদারীপুর মডেল থানা পুলিশ। শহরের বাতামতলা এলাকায় নির্মাণাধীন একটি বাড়ির দোতলা থেকে লিমনের লাশ উদ্ধার করা হয়েছে। লিমন মজুমদার শহরের সবুজবাগ এলাকার বাবুল মজুমদারের ছেলে।

পুলিশ জানায়, আজ সকালে নির্মাণাধীন বাড়ির দোতলায় বসবাসকারী ঘুম থেকে উঠে দরজা খুলে ঝুলন্ত লাশ দেখতে পেয়ে চিৎকার করে। তার চিৎকার শুনে বাড়ির অন্যান্য লোকসহ এলাকার লোকজন বাড়িতে ভীড় করে। পরে মাদারীপুর মডেল থানা পুলিশকে জানালে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। লিমনের পরিবারের দাবি লিমনকে কেউ হত্যা করে ঝুলিয়ে রেখেছে।

মাদারীপুর সদর থানা ওসি জিয়াউল মোর্শেদ জানান, সুরতহাল রিপোর্ট তৈরি করার পর লিমনের লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠিয়েছি।