বেনাপোলে ২০ পিচ স্বর্ণের বারসহ পাচারকারী আটক

ভারতে পাচারের সময় বেনাপোল সীমান্ত থেকে দুই কেজি ৬শ গ্রাম ওজনের ২০ পিচ স্বর্ণেরবারসহ জিকরুল ইসলাম (৪০) নামে একজনকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা।
বুধবার (২০ মার্চ) দুপুরে বেনাপোল সীমান্তের আমড়াখালী চেকপোস্ট থেকে ৪৯ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা তাকে আটক করে।
আটক পাচারকারী নড়াইলের মঙ্গলপুর গ্রামের আলেক মোল্লার ছেলে।
বিজিবি জানায়, গোপন খবরে জানা যায়, বেনাপোল সীমান্ত পথে একটি স্বর্ণের চালান ভারতে পাচার হবে। এমন সংবাদে বিজিবি সীমান্তে নিরাপত্তা জেরদার করে। পরে বেনাপোল সীমান্তের আমড়াখালী বিজিবি চেকপোষ্টে সন্দেহ ভাজন ওই ব্যক্তির শরীর তল্লাশী করা হয়। এসময় তার কাছ থেকে ২০ পিচ স্বর্ণেরবার পাওয়া যায়। যার বাজার মুল্য প্রায় এক কোটি ৪০ লাখ টাকা বলে জানায় বিজিবি।
৪৯ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল সেলিম রেজা জানান, আটক স্বর্ণপাচারকারী বিরুদ্ধে মামলা দিয়ে পুলিশে সোপর্দের চেষ্টা চলছে বলেও জানান তিনি।