ঢাকা শুক্রবার, ৯ই মে ২০২৫, ২৭শে বৈশাখ ১৪৩২


নওগাঁয় ভোটের দায়িত্ব পালনকালে প্রিজাইডিং কর্মকর্তার মৃত্যু


১৮ মার্চ ২০১৯ ২৩:১৩

প্রতিকী ছবি

নওগাঁর মহাদেবপুরে ভোটগ্রহণের দায়িত্ব পালনের সময় মাজেদুল ইসলাম (৫০) নামে একজন প্রিজাইডিং কর্মকর্তার মৃত্যু হয়েছে।

সোমবার (১৮ মার্চ) সকাল সাড়ে ৮টায় তিনি মারা যান। মাজেদুল ইসলাম উপজেলার পাঠাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে দায়িত্বরত ছিলেন। তিনি মহাদেবপুর হাজী দানেশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, সকালে প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্ব পালনের জন্য তিনি ভোটকেন্দ্রে যান। দায়িত্ব পালনরত অবস্থায় হঠাৎ তার শ্বাসকষ্ট শুরু হয়। পরে তাকে চিকিৎসার জন্য মান্দা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)মোবারক হোসেন পারভেজ জানান, মাজেদুল ইসলামের মৃত্যুর পর ওই কেন্দ্রে অন্য প্রিজাইডিং কর্মকর্তাকে নিযুক্ত করা হয়েছে।