ঢাকা শুক্রবার, ৯ই মে ২০২৫, ২৬শে বৈশাখ ১৪৩২


সিংড়ায় বঙ্গবন্ধুর জন্মদিন পালিত


১৮ মার্চ ২০১৯ ০১:২৭

সিংড়া উপজেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচি পালিত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০০ তম জন্মদিন উপলক্ষে সিংড়া উপজেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচি পালিত হয়েছে।

সকালে পুস্পস্থবক অর্পনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। পরে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহনে আনন্দ শোভাযাত্রা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। শোভাযাত্রা শেষে উপজেলা চত্বরে ১০০ পাউন্ড কেক কেটে জন্মদিন উৎযাপন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. ওহিদুর রহমান শেখ, উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, উপজেলা নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতো, সিংড়া থানার ওসি মনিরুল ইসলাম, নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান কামরুল হাসান কামরান সহ আরো অনেকে। পরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অপরদিকে গোলই আফরোজ সরকারী কলেজ, ফরিদনগর টিবিএম কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আয়োজনে অনুষ্ঠান পালন করা হয়।