সোনাইমুড়ী বিনা প্রতিদ্বন্ধিতায় উপজেলা চেয়ারম্যানে হলেন খন্দকার রুহুল আমিন

উপজেলা পরিষদ নির্বাচনে নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন নৌকা প্রতীকের প্রার্থী খন্দকার রুহুল আমিন । মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন এ পদের একমাত্র বিদ্রোহী প্রার্থী সোনাইমুড়ী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান আ,ফ,ম বাবুল জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ রবিউল আলমের কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করে নেয়। এর আগে মনগলবার সন্ধ্যায় স্থানীয় এমপি এইচ,এম ইব্রাহিম মহোদয়ের বাড়িতে দলের সর্বস্তরের নেতাকর্মিদের নিয়ে আ,ফ,ম বাবুল এক বিশেষ বৈঠকে মিলিত হন।
এসময় দলের বৃহত্তর স্বার্থে সোনাইমুড়ী-চাটখিল নোয়াখালী-১ এমপি জনাব,এইচ,এম ইব্রাহিম আ,ফ,ম বাবুলকে তার মনোনয়নপত্র প্রত্যাহারের অনুরোধ করে বক্তব্য রাখেন।
পরে দলীয় এ সভায় আ,ফ,ম বাবুল তার মনোনয়নপত্র আনুষ্ঠানিক ভাবে প্রত্যাহারের ঘোষনা দেন।
পরে এইচ,এম, ইব্রাহিম এমপি আ,ফ,ম বাবুলকে ফুল দিয়ে বরণ করে নেন।
এসময় উপস্থিত নেতাকর্মিরা একে উপরের সঙ্গে কোলাকুলি করতে দেখা যায়।
উল্লেখ্য - ৩১ মার্চ চতুর্থ দাপের নির্বাচনে সোনাইমুড়ী উপজেলা পরিষদ নির্বাচনে একাধিক প্রার্থী থাকায় পুরুষ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।