ঢাকা শনিবার, ২০শে এপ্রিল ২০২৪, ৮ই বৈশাখ ১৪৩১


কুমিল্লার ৫ ইউনিয়নে ভোটগ্রহণ চলছে


২৮ নভেম্বর ২০২২ ২৩:৩৮

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদের নির্বাচনের ভোটগ্রহণ চলছে।

সোমবার (২৭ নভেম্বর) সকাল ৮ টায় ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়েছে। যা একটানা চলবে বিকাল ৪ টা পর্যন্ত।

৫টি ইউনিয়ন হলো- পূর্ব জোড়কানন, পশ্চিম জোড়কান, উত্তর চৌয়ারা, বারপাড়া ও বিজয়পুর। ৫টি ইউনিয়নে ভোটের পরিবেশ সুষ্ঠু রাখতে ৩ জন ম্যাজিস্ট্রেট মাঠে রয়েছেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে ২৭৪ জর প্রার্থী নির্বাচনে লড়ছেন। চেয়ারম্যান পদে ২৬ জন, সাধারণ সদস্য পদে ২০৫ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৪৩ জন প্রার্থী রয়েছে।

নির্বাচনী মাঠে পুলিশ, র‌্যাব, বিজিবি ও আনসার বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। এছাড়াও নির্বাহী ম্যাজিস্ট্রেট, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স থাকবে। প্রতিটি কেন্দ্রেও মোতায়েন থাকবে পুলিশ।

নতুনসময়/আইকে