ঢাকা শনিবার, ২৭শে এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১


আরও এক পুলিশ সদস্য বরখাস্ত


২৮ নভেম্বর ২০২২ ০৬:৩৫

ছয়জন পুলিশ সদস্যকে বরখাস্ত করার পর আহত হওয়া অপর পুলিশ সদস্য নূরে এ আজাদকে বরখাস্ত করা হয়েছে। পুরাতন ঢাকার আদালতপাড়া থেকে ফাঁসির সাজাপ্রাপ্ত দুই জঙ্গি সদস্যকে ছিনিয়ে নেওয়ার সময় তিনি আহত হন। আসামি ছিনতাইকারীরা তার ওপর পিপার স্প্রে করে ও কিলঘুষি দিয়ে আহত করে।

শনিবার (২৬ নভেম্বর) হাসপাতালে চিকিৎসা শেষে কর্মস্থলে যোগ দিতে গেলে নূরে এ আজাদকে সাময়িক বরখাস্ত করা হয়।

এর আগে বরখাস্ত করা পুলিশ সদস্যরা হচ্ছেন, সিএমএম আদালতের হাজতখানার কোর্ট ইন্সপেক্টর মতিউর রহমান, হাজতখানার ইনর্চাজ (এসআই) নাহিদুর রহমান ভূঁইয়া, আসামিদের আদালতে নেওয়ার দায়িত্বরত পুলিশের এটিএসআই মহিউদ্দিন, কনস্টেবল শরিফ হাসান ও আব্দুস সাত্তার। ডিএমপির প্রসিকিউশন বিভাগ থেকে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।

উল্লেখ্য, গত রোববার দুপুরে ঢাকার জজ আদালতের সামনে থেকে দুটি মোটরসাইকেলে করে চারজন লোক এসে পুলিশের চোখে স্প্রে করে আসামিদের ছিনিয়ে নিয়ে যায়। তারা প্রকাশক দীপন হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। আসামিরা হলেন সুনামগঞ্জের ছাতক উপজেলার মাধবপুরের মইনুল হাসান শামীম এবং লালমনিরহাটের আদিতমারি উপজেলার ভেটেশ্বর গ্রামের আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব।

নতুনসময়/আইকে