ঢাকা মঙ্গলবার, ৬ই মে ২০২৫, ২৩শে বৈশাখ ১৪৩২


চাঁদপুরে আবারও সড়ক দুর্ঘটনায় নিহত ৩


২৭ নভেম্বর ২০২২ ১০:৫২

চাঁদপুরের মতলব উত্তরে ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে।

শনিবার (২৬ নভেম্বর) রাত ৮ টার দিকে উপজেলার বাগানবাড়ি উইনিয়নের খাগুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন, মোটরসাইকেল আরোহী শান্ত মিয়াজি (২৫), মো. রাসেল (২০) এবং ট্রলির চালক সেলিম মিয়া (৩০)।

তাদের সবার বাড়ি মতলব উত্তর ইপজেলার বাগানবাড়ি ইউনিয়নে।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ মহিউদ্দিন জানান, দুটি যানই বেপরোয়াভাবে চলার কারণে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে দুর্ঘটনার শিকার মোটরসাইকেল ও ট্রলি জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

এর আগে, গতকাল শুক্রবার একই উপজেলায় দুর্ঘটনায় মোহাম্মাদ হোসেন ও সালাউদ্দিন নামে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়।

নতুনসময়/আইকে