ঢাকা মঙ্গলবার, ৬ই মে ২০২৫, ২৩শে বৈশাখ ১৪৩২


রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত, চালক আটক


২৬ নভেম্বর ২০২২ ০০:২৮

ঢাকায় রাস্তা পারাপারের সময় রাজধানী এক্সপ্রেস বাসের ধাক্কায় এক নারী নিহত হয়েছে। এ সময় তার কোলে থাকা এক শিশু কোল থেকে ছিটকে পড়ে আহত হয়েছে। এ ঘটনায় বাসের চালককে আটক করা হয়েছে।

শুক্রবার (২৫ নভেম্বর) সকাল ১০টার দিকে ইসিবি চত্বর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নিহত নারীর বয়স ৬০ বছর এবং আহত শিশুর বয়স আনুমানিক ৫ থেকে ৬ বছর। ওই নারীর কাছে একটি জাতীয় পরিচয়পত্র পাওয়া গেলেও নামটি অস্পষ্ট। তবে তার বাড়ি বরিশালের মেহেন্দিগঞ্জে বলে জানা গেছে।

ডিএমপির ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহান হক বলেন, আহত শিশুকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘাতক বাসটিকে জব্দ এবং চালককে আটক করা হয়েছে।

মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে বলেও জানান তিনি।

নতুনসময়/আইকে